তারাকান্দা প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মাঝিয়ালী বাজারে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতৃবৃন্দ। মিছিলে উপস্থিত তারাকান্দা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম শেখ,আনোয়ারুল ইসলাম তালুকদার,ডা: আবুল হাসিম,খন্দকার সেলিম,তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ রিয়াদ মন্ডল,জাসাস সভাপতি মাজেদুলক হক আকন্দ,বানিহালা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মৎস্যজিবি দলের নেতা হামিদ ও দুলাল,স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব প্রমূখ।এছাড়াও বিভিন্ন ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।