নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের তারাকান্দায় ২৩শে জানুয়ারি মঙ্গলবার সকালে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে ।
নিহত পিকআপ ড্রাইভার হালুয়াঘাট থানার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফ ও আমেনা খাতুনের ছেলে কামরুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা মডেল মসজিদ সংলগ্ন তালদিঘী নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হালুয়াঘাট দিক থেকে আসা একটি পিকআপ যাহার রেজিঃ নং -ঢাকা মেট্টো ন-১১-৩৫২৮ এবং ময়মনসিংহের দিক হতে শেরপুরগামী ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো ট-২৪-৭৫৮৪ এর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় একজন ঘটনাস্থেলই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, উক্ত ঘটনায় পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আহত অপর দুজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।