বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা দক্ষিন বাজারের জামান ফিলিং স্টেশন এর সামনে ঢাকা শেরপুর হাইওয়ে রোডের উপর আজ (৩১শে মার্চ২০২৪) রবিবার সকাল আনুমানিক ৭টা৫০মিনিটে দুই বাসের সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই জন।
জানা গেছে, মাইক্রোবাস ঢাকা মেট্রো চ-১৬-৩৪০৪ এবং মিথুন সুপার বাস ঢাকা মেট্রো- ব ১১-১১৩৮ মুখোমুখি সংঘর্ষ হয়ে শেরপুর এর শ্রীবর্দী থানার চর শিমুলচরা গ্রামের একই পরিবারের সহোদর ভাই বোন নিহতের মধ্যে (১)আনাছ আহনাফ, (২)মাশুরা মোকাদ্দেছ তানাছ (১৬) মারা যায়।তাদের বাবা মা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বাসটি তারাকান্দা থানায় আটক আছে। বাসটি ঢাকা গামি থেকে শেরপুর এবং হাইয়েছ শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল।
এব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।