আহসান হাবীব,তারাকান্দা প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই¯ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ৩০ শে ডিসেম্বর থেকে সারা বাংলাদেশের ন্যায় তারাকান্দায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে। তারই অংশ হিসেবে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকালে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা প্রকৌশলী (এল.জি.ইডি) মোহাম্মদ জোবায়ের হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বস,কাকনী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ। এই কর্মশালায় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।