রবিউল হক বাবু ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী বওলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল বাতেন খান প্রতিষ্ঠিতা অধ্যক্ষ,বওলা ডিগ্রী কলেজ।
আজ বৃহস্পতিবার(৩ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন খান। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানান।নিয়মিত কলেজ ড্রেস পরিহিত করে কলেজ পাঙ্গনে ক্লাস করার আহবান এবং কলেজ ড্রেস পরিহিত ছারা কেউ যেন ক্লাসে প্রবেশ না করে, সেই দিকে শিক্ষকদের কড়া নজরদারি রাখা আহবান ও চলমান থাকে।
উক্ত নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথি জনাব অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সভাপতি,গভর্নিং বডি,বওলা ডিগ্রি কলেজ ও সিনিয়র যুগ্ম আহবায়ক, ফুলপুর উপজেলা আওয়ামীলীগ,বিশেষ অতিথিঃ-ছিলেন জনাব আবু রায়হান তালুকদার দাতা সদস্য বওলা ডিগ্রী কলেজ, জনাব মোঃ মাহবুব আলম চেয়ারম্যান ১০ নংবওলা ইউনিয়ন পরিষদ, জনাব আব্দুল বাশার তালুকদার দাতা সদস্য, জনাব মোঃ নাসিমুল গনি সভাপতি বওলা ইউনিয়ন আওয়ামী লীগ, এডভোকেট মিজানুর রহমান তালুকদার, বিদ্যোৎসাহী সদস্য বওলা ডিগ্রী কলেজ, আবদুল কাদির প্রধান শিক্ষক উচ্চবিদ্যালয়,জনাব ফেরদৌসী বেগম,প্রধান শিক্ষক, শালিয়া উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, সুতারপাড়া উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ আবু এমরান তালুকদার, প্রধান শিক্ষক, বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ আব্দুল কালাম আজাদ প্রধান শিক্ষক,বিলাসাটী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগতিক শুভেচ্ছা বক্তব্য রাখেন বওলা ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র, বর্তমান পরিস্থিতি মোকাবিলা সরেজমিনে বওলা ইউনিয়ন বওলা বি এস এফ সংগঠনের সভাপতি রবিউল হক বাবু সরকার এছাড়াও বিভিন্ন বক্তারা সুশৃঙ্খল জীবন গঠণে শিক্ষার্থীদের সময়ানুবর্তী এবং পরিশ্রমী হয়ে জীবনে সার্থক মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করার কথা বলেছেন।
অনুষ্ঠান পরিশেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ার পর আপ্যায়নের মাধ্যমে শেষ হয়। আয়োজনে বওলা ডিগ্রি কলেজ, ফুলপুর,