পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য। এ ঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পানপট্রি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গতকাল রাতে মটবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্রি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামের ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক পুলিশে সোপর্দ করে।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।