সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। রাতের আধারে আহ্বায়ক কমিটির ৯ জনের মধ্যে ৭ জনকেই না জানিয়ে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপি। শুক্রবার রাত ৯টায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জয়নুল আবেদীন। এসময় তিনি, রাতে আধারে গঠিত এ সকল অবৈধ ওয়ার্ড কমিটি বিলুপ্ত পূর্বক, অবিলম্বে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় কিমিটির নেতাদের প্রতি জোর দাবী জানান।
সংবাদ সম্মলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহিন মুন্সী, যুগ্ম আহ্বায়ক বেল্লাল ডাক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।