গোলাম মোস্তফা,বিশেষ প্রতিনিধি।।ফুলপুর উপজেলার ধৌবাউড়া-তারাকান্দা আঞ্চলিক সড়কের বওলা ইউনিয়নের বওলা ডিগ্রী কলেজের সামনে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোস্তফা আহামেদ মারা গেছেন।এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।সোমবার ২০ জানুয়ারী বিকালে এই দুর্ঘটনা ঘটে নিহতের নিকটআত্মীয় কবি আশরাফ উদ্দিন জানান ধৌবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট শ্রীপুর গ্রামের বাসিন্দা ধৌবাউড়া হাসপাতাল এলাকার ঔষধ ব্যবসায়ী মোস্তফা আহামেদ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে তারাকান্দা উপজেলার বানিহালা এলাকায় এক আত্মীয়র জানাজায় যাওয়ার পথে বওলা ডিগ্রী কলেজের সামনে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।গুরুতর আহত তার স্ত্রী সুমি আক্তারকে মমেক হাসপাতালে পাঠায় স্থানীয়রা ফুলপুর থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।