নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ সয়াবিন তেল, মসুরের ডাল ও চিনি বিক্রির মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীতে রবিবার (২০ মার্চ) থেকে শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি।
সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।
জানা যায়, একটি কার্ডের বিপরীতে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি,ও পেয়াজ দুই কেজি মসুরের ডাল যথাক্রমে ২২০, ১১০, ৬০,এবং ১৩০ টাকা মোট ৪৯০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে।
সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
টিসিবির পণ্য মেসার্স গওছল আজম ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রায় ১৭ হাজার৫শত ৪৬টি পরিবারের কাছে খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।