ফাহাদ শেখ চাঁদপুর সদর প্রতিনিধী। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান কে সামনে রেখে চাদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের “চান্দ্রা যুব সমাজ কল্যাণ সংঘের” উদ্যোগে চান্দ্রা প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় চান্দ্রা হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ইউনিয়নের ৭ টি ওয়ার্ড অংশগ্রহণ করে। ৪নং ও ৬ নং ওয়ার্ড ফাইনালে অংশ নিয়ে ৬ নং ওয়ার্ডকে হারিয়ে ৪ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। এসময় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেওয়া হয়। উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গাজী ও চান্দ্রা ইউনিয়ন আমি লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসনাত মুকুট চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও প্রবাসী মাহাবুব জমাদার।
আরো উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু, চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোহাম্মদ সলেমান শেখ, ও ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ আব্দুল কুদ্দুস পিন্টু শেখ। খেলার সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন চান্দ্রা যুব সমাজ কল্যাণ সংগের সদস্য বৃন্দরা।