চাঁদপুর প্রতিনিধি ।। পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাঁদপুরে পুলিশের মাঝে ৩৬টি বডি ওর্ন ক্যামেরা প্রদান করা হয়েছে। ২৪ ফেব্রুযারি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে ট্রাফিক বিভাগের আয়োজনে ওর্ন ক্যামেরা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম (বার)। তিনি বলেন, আমাদের পুলিশের ডিরেক্টর অব জেনারেল বেনজীর আহমেদ যোগদানের পর থেকে পুলিশ বিভাগকে আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বডি অন ক্যামেরাটি অন্যতম একটি উদ্যোগ। পুলিশ সদস্যরা মাঠে সারাদিন কি কাজ করেন তা মনিটরিং করা যাবে। এটি আমাদের সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত থাকবে। প্রথম পর্যােয ৬টি ক্যামেরা ট্রাফিক বিভাগকে দেওয়া হয়েছে পরবর্তীতে ডিবি পুলিশ ও থানায় দেওয়া হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও টিআই জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।