মোহাম্মদ বিপ্লব সরকার:: মাহে রমজান হলো সিয়াম সাধনার পবিত্র মাস। প্রতিটি মুসলিম ভোরে সেহরি খেয়ে দিন ভর রোজা রেখে মহান সৃষ্টিকর্তার কাছে সিয়াম সাধনা পালন করে। সন্ধ্যায় ইফতার করতে ব্যস্হ সময় পার করে। চাঁদপুর শহরের হোটেল রেঁস্তোরা গুলোর মধ্যে চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট রমজানের শুরু থেকে দোকান বন্ধ রেখে দোকানের ডেকোরেশনে নতুনত্ব এনে গতকাল ৯ এপ্রিল শনিবার থেকে ইফতার বিক্রির মাধ্যে ব্যবসা চালু করেছে।
বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক জাকির হোসেন বেপারী জানান, মাহে রমজান হলো আমাদের সিয়াম সাধনার পবিত্র মাস। আমরা প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ সিয়াম সাধনার জন্য রোজা রেখে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানাই, হে মহান সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখো।আমরা চাই রোজাদার দের মুখে নিঃ ভেজাল ইফতার সামগ্রী পরিবেশন করতে।আমাতের এ প্রতিষ্ঠানটি হলো চাঁদপুর শহরের সবচেয়ে পুরনো ব্যবসা প্রতিষ্ঠান।সেজন্য ক্রেতা আমাতের প্রতিষ্ঠানে যেন পণ্য ক্রয় করতে পারে সে জন্য আমরা যথেস্ট যন্ত্রশিল।
চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের ইফতার সামগ্রীতে রয়েছে, বুট, পেয়াজু, চপ,ডিম চপ, বেগুনি, কাবাব,ভেজিটেবল রোল,চিকেন রোল, শাক পাকুরা, চিকেন চপ, নিমকপুরা, শাহি জিলাপী,কাঠি কাবাব, বুরিন্দা, গ্রীল সহ মুখরোচক ইফতার সামগ্রী।