মোহাম্মদ বিপ্লব সরকার ।। স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে ইনসেনটিভ কেয়ার ইউনিটের (আইসিউ) উদ্বোধন হয়েছে।
১৮ মার্চ শুক্রবার সকাল ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় ৪ বেডের আইসিউ ইউনিটের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আজ আমরা চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ৪ বেডের আইসিউ উদ্বোধন করা হয়েছে। এ হাসপাতাল এক সময় অনেক জীর্নদশা ছিল। সেদিক থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। আরও যা উন্নয়ন এখানে করা প্রয়োজন তা আমরা করার চেষ্টা করছি। নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিট হয়েছে। প্রি মেচুইড বেবী, কম ওজনের হলে তাদেরকে আগে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হতো। চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার সময়ে অনেক শিশুকে বাঁচিয়ে রাখা যেত না। এখন সে সকল শিশুদের চাঁদপুর সরকারি হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদেরকে আর ঢাকায় নিয়ে যেতে হচ্ছে না। এর মধ্যদিয়ে আমাদের এখানে শিশু স্বাস্থ্যের বিষয়ে একটি বিরাট উন্নতি হয়েছে।আমাদের এখানে জায়গার একটু স্বল্পতা রয়েছে তা কাটাতে পারলে একটি আধুনিক ডায়ালাইজিস্ট সেন্টারসহ অন্যান্য স্থাপনাগুলো করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ( বার),জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, চাঁদপুর জেনালের হাসপাতালের সহকারী পরিচালক ডা. গোলাম কাওসার হিমেল, ডা. সাজেদা পলিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফজুর রহমান টুটুল,মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি নতুন বাজার গোপাল জিউর আখড়ায় অনুষ্ঠিত ৪০ প্রহর মহা নাম সংকৃত্তন পরিদর্শন করেন।একই সময় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। সব শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিণারে নারী উদ্যোক্তাদের মেলার উদ্ধোধন করেন।