মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর সরকারি মহিলা কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাসের ১২ তলা ভবনে নির্মান কাজের ভিত্তি প্রস্তর উম্মোচন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপুমনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের বাস্তবায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে তা নির্মান করা হচ্ছে। চাঁদপুর জেলার মধ্যে এই ভবনটি সর্বোচ্চ ব্যায় ও বহুতল ভবন। এ ছাত্রী নিবাসটি ৩৫০ শয্যা বিশিষ্ট করা হচ্ছে।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ওমর ফারুক ও সঞ্চালনায়।
এ সময় উপস্হিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান,চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানসহ।কলেজে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী প্রমুখ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, চাপলেই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান ১২ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। অনুষ্ঠানটিতে ৩৫০ জন শিক্ষার্থী আবাসন সুবিধা রয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য লীগ ওয়াইফাই জোন লাইব্রেরী কমন রুম সহ অত্যাধুনিক সুযোগ সুবিধাও থাকবে। চাঁদপুর সরকারি মহিলা কলেজ শেখ হাসিনার ছাত্রী নিবাস কাজ শেষ হলে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর শরীয়তপুর জেলা সহ অন্যান্য অঞ্চলে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হবে। আগামী দুই বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণ কাজ সমাপ্ত হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে শেখ হাসিনা ছাত্রী নিবাস টির নির্মাণ কাজ পরিচালিত হবে।