মোহাম্মদ বিপ্লব সরকার: আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয় নির্বাচন কমিশনার। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের জে এম সেন গুপ্ত রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। সভাপতি পদে জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক (ছাতা), সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক (বাই সাইকেল) ও এসএম কামাল উদ্দিন চৌধুরী (চেয়ার)।প্রতীক পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম (মাছ), দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান (আনারস), সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি (বই) ও সাবেক যুগ্ম সম্পাদক কাজী গোলাম মোস্তফা (আম) প্রতীক পেয়েছেন।
২৮ মার্চ যাচাই বাছাই শেষে বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে ৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সকল প্রার্থী, ভোটার ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার।