1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে সাংবাদিক আসাদ এর বোনের মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রতারক চক্রের মূলহোতাকে সিলেট থেকে গ্রেফতার করে পিবিআই নেত্রকোণা ময়মনসিংহে জেলা প্রশাসক পরিবর্তন নতুন জেলা প্রশাসক দিদারে আলম দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “ দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ফুলবাড়ীতে নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটুয়াখালী-৩ আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

চাঁদপুর জেলা পুলিশের সাথে পরিবহন সেক্ট‌রের মতবিনিময়

Reporter Name

মোহাম্ম বিপ্লব সরকার।। পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সুষ্ঠুভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণে চাঁদপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে ব‌্যবসা‌য়ি নেতৃবৃন্দ ও পরিবহন মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।
২৫ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপ‌তিত্ব ক‌রেন চাঁদপু‌রের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, কালী বা‌ড়ি মোড় থে‌কে শুরু ক‌রে কোন মা‌র্কেট এলাকায় কোথায় সিএন‌জি বা অ‌টো‌রিস্কা দাগা‌তে পার‌বে না। তার দ্রুত যাত্রী না‌মি‌য়ে স্থান ত‌্যাগ ক‌রে পা‌র্কিএ চ‌লে যে‌তে হ‌বে। ঈদকালীন সম‌য়ের জন‌্য হাসান আলী স্কুল মাঠ পু‌লিশ ব‌স্কের পিছ‌নে। কোন অবস্থাতেই পালবাজা‌রের সাম‌নে কোন যানবাহন পার্ক করা যা‌বে না।
এস‌পি আরও ব‌লেন, ১৮ বছ‌রের নি‌চে যানবাহ‌নে কোন চালক পাওয়া গে‌লে গাড়ি জব্দ ক‌রে চালককে আটক করা হ‌বে। বাসষ্ট‌্যান্ড থে‌কে যাত্রী নেওয়ার পর বা‌সের গেইট বন্ধ ক‌রে দি‌তে হ‌বে। বাবুবহাট স্ট‌পিএ গি‌য়ে গেইট খুল‌বেন। প‌থিম‌ধ্যে কোথাও গেইট খ্লো যাবে। কোন অবস্থা‌তেই লঞ্চ, ট্রেন ও বা‌সে অ‌তি‌রিক্ত যাত্রী প‌রিবহন করা যা‌বে না। আগামী ৫ এ‌প্রিল পর্যন্ত কোন অবস্থাতেই নদী‌কে বালখেট চল‌তে পার‌বে না। রাত ৮টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত শহ‌রে পন‌্যবাহী ট্রাক প্রবেশ কর‌তে পার‌বে। যানজট নিরস‌নের ল‌ক্ষ্যে অন‌্য জেলার সিএন‌জি চাঁদপুর প্রবেশ কর‌তে পার‌বে না।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের প‌রিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিবহণ মালিক সমিতির সভাপতি আবু নাঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর চেম্বার অব কমা‌র্সের সি‌নিয়র সহ সভাপ‌তি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাব সহ- সভাপতি সোহেল রুশদী, লঞ্চ মালিক প্রতিনিধি সাংবাদিক বিপ্লব সরকার,রে‌স্তোরা মালিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধ‌রিণ সম্পাদক মাসুদ আখন্দ, জু‌য়েলা‌রি স‌মি‌তির সভাপাত ফুল মিয়া, ট্রাফিক টিআই এস এম কামরুল হাসান পিপিএম, হাজীগঞ্জ ট্রাফিক টি আই মাহফুজ মিয়া, চাঁদপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিয়া, চাঁদপুর নদী বন্দর পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, বস্ত্র মা‌লিক স‌মিতর সভাপ‌তি বাবুল, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিবহণ মালিক সমিতির সভাপতি আবু নাঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সহ- সভাপতি সোহেল রুশদী, টিআই এস এম কামরুল হাসান পিপিএম, হাজীগঞ্জ ট্রাফিক টি আই মাহফুজ মিয়া, চাঁদপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিয়া, লঞ্চ মালিক প্রতিনিধি সাংবাদিক বিপ্লব সরকার, চাঁদপুর নদী বন্দর পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম,
চাঁদপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ডিবি ওসি নজরুল ইসলাম, টিআই জহিরুল ইসলাম, ডিএসবি ওসি ফারুক আহমেদ, চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া,
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুমন, চাঁদপুর জেলার ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, রিলাক্স বাস প্রতিনিধি আনোয়ার গাজী, ইজিবাইক মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক, ফজলুল কাদের চৌধুরীসহ বাস, ট্রাক, সিএনজি, ইজিবাইক এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost