চাঁদপুর প্রতিনিধি ॥ আইনজীবী ও পরিবারের সদস্যদের অংশগ্রহনে চাঁদপুরে পহেলা ফালগুনে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই উৎসবরে আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।
বাংলার ঐতিহ্যের বেশ কয়েক প্রকারের পিঠা তৈরী করে পরিবেশন করা হয় উৎসবে। এছাড়াও পহেলা ফালগুন উপলক্ষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উৎসবের সার্বিক তত্ত্বাবধান করেন।
সমিতির সিনিয়র ও সর্বস্তরের আইনজীবীগণ উৎসবে অংশগ্রহন করেন।