মোহাম্মদ বিপ্লব সরকার : মুজিবশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড অধিনস্থ ঢাকা জোন কর্তৃক চাঁদপুর জেলার হাইমচর উপজেলার লামচরী এলাকায় প্রায় ৩০০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বলও বিতরণ করা হয়েছে। ওই বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার ইমরান জুয়েল, এএমসি, মেডিকেল অফিসার লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল- চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বিজয়ের পঞ্চশ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ চাঁদপুর হাইমচরের
৩’শ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উপকূল ও চরাঞ্চলের শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।