1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “ দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ফুলবাড়ীতে নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটুয়াখালী-৩ আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩ হালুয়াঘাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে মহা-পরিচালক ঘোড়াঘাটে ট্রাক ভাংচুর বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৫টি ককটেল উদ্ধার নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ পলক

Reporter Name

মোহাম্মদ বিপ্লব সরকার॥ চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা ও প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুই দিনের সরকারি সফরে তিনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে বিকেলে স্বপরিবারে চাঁদপুর মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে এসে পৌঁছান। সেখানে প্রতিমন্ত্রী ও পরিবারের সদস্যদেরকে স্বাগত জানান চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

লঞ্চঘাট থেকে প্রতিমন্ত্রী স্বপরিবারে অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে চাঁদপুরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য মন্ডিত এলাকা বড় স্টেশন মোলহেড পরিদর্শন করেন। সেখানে সূর্যাস্তের মনমোগদ্ধকর দৃশ্য দেখে তিনি বিমোহিত হন।

প্রতিমন্ত্রী বলেন, তিন নদীর মোহনার এমন অপরূপ দৃশ্য বাস্তবে না দেখলে বিশ্বাস হবে না। আমার কাছে নদী উপকূলীয় শহরটি খুবই ভাল লেগেছে।

এরপর প্রতিমন্ত্রী স্পীডবোডযোগে শহরের মোলহেড হেড তিন নদীর মোহনা, পুরান বাজার হরিসভা মেঘনা পাড়, শহরের আশপাশ ভ্রমন শেষে ডাকাতিয়া নদী হয়ে পুরাণ বাজার ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজে সদ্য স্থাপিত ৭ মার্চ চত্বর, শহীদদের স্মরণে নির্মিত অনির্বাণ উত্তরাধিকার এবং কলেজের প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। কলেজটির মনোরম পরিবেশ দেখে তিনি অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে ধন্যবাদ জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এমন সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এই পরিবেশ দেখে আমি নিজেও গর্ববোধ করছি।
প্রতিমন্ত্রী ভ্রমনকালে শহরের মোলহেড ‘রক্তধারা’, তিন নদীর মোহনায় গোধূলী বেলার দৃশ্য, পুরান বাজার কলেজের ‘৭ মার্চ চত্বর’ ‘অনির্বাণ উত্তরাধিকার’ ও কলেজের বিভিন্ন স্থানে স্বপরিবারে এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে স্থীর চিত্র ধারণ করেন।
শহরের প্রধান পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেড প্রতিমন্ত্রী উপস্থিত হলে সেখানে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ভ্রমনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সফিকুল ইসলাম ও ফরিদা ইলিয়াছ প্রমূখ।

প্রতিমন্ত্রীর প্রোগ্রাম সূচির মাধ্যমে জানাগেছে, রাতে তিনি চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর একই স্থানে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং এ- আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রতি ব্যাচের সর্বোচ্চ দুইজন ফ্রিল্যান্সারের মাঝে লেপটপ বিতরণ করবেন।

দুপুর সাড়ে ১২টায় মতলব দক্ষিণ উত্তর উদমদী গ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost