মোহাম্মদ বিপ্লব সরকার।। চাঁদপুরের কচুয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে নৌকা মার্কায় ৩জন, স্বতন্ত্র ৭জন ও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাচার ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া) মনির হোসেন, পাথৈর ইউনিয়নে স্বতন্ত্র (আনারস) আলী আক্কাস মোল্লা, বিতারা ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া) ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া) হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে (নৌকা) আলমগীর হোসেন, উত্তর কচুয়া ইউনিয়নে (নৌকা) আখতার হোসাইইন, কচুয়া দক্ষিণ ইউনিয়নে (চশমা) খন্দকার আরিফুজ্জামান আরিফ।
কাদলা ইউনিয়নে স্বতন্ত্র (আনারস) নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা) আবদুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে (নৌকা) কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে (নৌকা) আমির হোসেন, আশ্রাফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) গোলাম মাওলা হেলাল মুন্সী বেসরকারিভাবে নির্বাচিত হন।
কচুয়া উপজেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন তেমন কোন সহিংসতা হয়নি।