ছালেম বিন নুরঃ কক্সবাজারের মহেশখালীতে ৮ বছরের এক শিশুকে সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক চিকিৎসক।
সোমবার (৭ফেব্রুয়ারী) ভুক্তভোগী শিশুটির বাবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় পল্লী চিকিৎসক মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার সহযোগী মিজানুর রহমানকেও আসামী করা হয়।
উল্লেখ্য, গত ২৮নভেম্বর দুপুর ২টায় ছোট মহেশখালীর সিপাহী পাড়ার মেসার্স জাহেদ মেডিকো ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
আহত ওই শিশু একই এলাকার মঞ্জুর আলমের ছেলে।
শিশুটির বাবা মঞ্জুর আলম জানিয়েছেন, গত ২৮ নভেম্বর দুপুর ১টায় তার শিশুকে সুন্নতে খতনা করার জন্য জাহেদ মেডিকোতে আনা হয়। দুপুর ২টায় ওই ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসক মোঃ জয়নাল আবেদীন খতনার সময় ওই চিকিৎসক আমার ছেলের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার ফুয়াদ আল খতিব জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চমেকে রেফার করানো হয়। সেখানে তিনদিন চিকিৎসা শেষে চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে এভারকেয়ারে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার অভাবের কারনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব হয়নি। সর্বশেষ শিশুটির অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় ভুক্তভোগী পরিবার ঋণ নিয়ে শিশুটির চিকিৎসা করানো হচ্ছে।
অভিযুক্ত চিকিৎসক জয়নাল আবেদীন জানিয়েছেন, এটি একটা দুর্ঘটনা। শিশুকে সুন্নতে খতনা দেয়ার সময় সে হাত-পা ছোড়াছুড়ি করার ফলে এমন ঘটনা ঘটেছে। এটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।