রাজিব হোসেন, তারাকান্দা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক সরকার,সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির ও ওয়াসিম,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও আন্যান্য নেতৃবৃন্দ।