সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনয়নের গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ৫ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, ডিরেক্টর, কাল্ব, ‘ঘ’ অঞ্চল আঃ মান্নান ও কো-অপারেটিভ লিমিটেড এর সদস্যসহ অন্যরা।