স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্গত কোড্ডা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুই শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কোড্ডা গাউছিয়া জামে মসজিদে একটি জেনারেটর সহ কিছু হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর পরিচালক শাহ জামাল রানা।
রকিবুর রহমান উজ্জ্বলের উপস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হাশেম আসাদ মাস্টার এবং মোঃ শহীদুল হক ভূইয়া।
এসময় কোড্ডা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সিমিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,নুরে আলম সিদ্দিকি, বরকত উল্লাহ তৌহিদ, রুস্তম ভুঁইয়া, সোহরাব মিয়া, সফিকুল আলম, রাজা মিয়া সহ আর অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা। মানুষের বিপদের সময় প্রবাসীরাই সবার আগে ছুটে আসেন।কোড্ডা গ্রামের প্রবাসীদের উদ্যোগে আগামীতে আরও বড় পরিসরে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির পাশাপাশি এলাকার গরীব দুঃখী মানুষের বিপদে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।