1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে সাংবাদিক আসাদ এর বোনের মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রতারক চক্রের মূলহোতাকে সিলেট থেকে গ্রেফতার করে পিবিআই নেত্রকোণা ময়মনসিংহে জেলা প্রশাসক পরিবর্তন নতুন জেলা প্রশাসক দিদারে আলম দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “ দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ফুলবাড়ীতে নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটুয়াখালী-৩ আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

কুড়িগ্রামে ইটভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে ধান

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর এলাকায় ইটভাটার কাছে ধানখেতের পাশে নষ্ট হওয়া ধান দেখছেন এক কৃষক।কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর এলাকায় ইটভাটার ধোঁয়ায় ২০ বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। ইটভাটাটি দ্রুত উচ্ছেদের দাবি জানান ভুক্তভোগী কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর এলাকায় আবাদি জমির পাশেই স্থাপনা করা হয়েছে এনএমবি নামে একটি ইটভাটা। ভাটার চারদিকে চাষ করা হয়েছে বোরো ধান। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জমির ধানগুলো ঝলসে যাচ্ছে।

ভুক্তভোগি কৃষকেরা অভিযোগ করেন, খেতের বোরো ধানে পাক ধরেছিল। আর কয়েক দিন পর কাটার মৌসুম। কিন্তু কয়েক দিন ধরে দেখা যায়, কুটিরচর, চরবন্দবেড় এলাকায় বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে ঝলসে যাচ্ছে জমির ধান।

পরে তাঁরা বুঝতে পারেন ফসলি জমির পাশে অবস্থিত এনএমবি ব্রিককস ইটভাটার ধোঁয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। যেখানে বিঘা প্রতি ৩০-৪০ মণ পর্যন্ত ধান পাওয়া যেত, সেখানে এখন ৪-৫ মণ ধান পাওয়ার সম্ভাবনাও নেই।
চরবন্দবেড় গ্রামের কৃষক হাবিল উদ্দিন জানান,‘আমি চার বিঘা জমিতে ধান চাষ করেছি। ইটভাটার কারণে ধানের ক্ষতি হয়েছে। ধান নষ্ট হয়ে গেলে আমরা খাবো কী। আমি একদম অসহায় হয়ে পড়েছি।

তিনি আবারও বলেন, এ এলাকায় ইটভাটা স্থাপনের পর থেকে শুধু বোরো ধানের খেতই নয়, ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে আশপাশের গ্রামের ফলদগাছসহ বিভিন্ন সবজির খেত।

কুটিরচর গ্রামের শাহাজাহান মিয়া ও খঞ্জনমারা গ্রামের কৃষক নুরুল আমিনসহ অনেক জানান, যে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে ধানগুলো যদি আমরা না পাই তাহলে সারা বছর চাল কিনে খেতে হবে। ইটভাটাটি দ্রুত বন্ধের দাবি জানান তারা।

গ্যাস ও বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্ট হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে এনএমবি ইটভাটার মালিক নজরুল ইসলাম জানান, আমার ইটভাটা, অনেক বেশি টাকার ভাটা এবং আপডেট ভাটা। এটা ফসল ক্ষতি করার কোনো অবস্থানেই নেই। এই ভাটার ধোঁয়ার কারণে ফসল ক্ষতি হয় নাই।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানায়, ‘এটি ব্যাকটেরিয়া লিভডাই (বিএলডি) জাতীয় রোগ। হঠাৎ করে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই রোগ হয়ে থাকে। গ্যাস ও ধোঁয়া কিংবা সূর্যের অতিরিক্ত তাপেও হতে পারে। তবে এ রকম লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এর প্রতিকার করার ব্যবস্থা করা যেতো বলেও জানান ওই কর্মকর্তা।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল জানায়,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost