মানুষ এক মুখোশ এর নাম
বুঝতে দেরি হলেও মিলে যায় প্রমাণ,
বিশ্বাস উর্বর কাদাটে
প্রতারণার দহনে পরিণতি ইটে ।
মৃত্তিকায় বিশ্বাসের ছাপ পাটশলাকায় আঁকে
ইট পাথরে তার ছাপ তুলিতে শাবল- গাইতী লাগে ।
’মূল্য’ রত্নের থেকেও শীর্ষে
যে দিতে জানে সে স্বার্থের অনেক ঊর্ধ্বে,
স্বার্থান্ধ অন্তরালে অবিশ্বাসী ছায়া
যার আধারে থাকে মরণ বানের মায়া ।
কবিতা ~ মুখ ও মুখোশ
কলমে ~ শরিফুর রহমান
২০ নভেম্বর,২০২১
বাড়ি।