বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন আজ (৭ফেব্রুয়ারি) উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় আজ সকাল ১০ঘটিকা হতে ধারাবাহিক ভাবে অনুষ্ঠান সম্প্রসারিত হচ্ছে বিকাল ৪ঘটিকা পর্যন্ত।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী (খোকন) স্যারের সভাপতিত্বে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর হোসেন খাঁন স্যারের সঞ্চালনায় এবং সুব্রত তালুকদার এর পরিচালনায় সামাজিক নাটক ‘রুপবান কন্যার বনবান’ অনুষ্ঠিত হয়েছে।
নাটকের অভিনেতা ও অভিনেত্রী অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগন।সুন্দর চমৎকার অভিনয় উপহারের মাধ্যমে উপস্থিতি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবক, দর্শক বৃন্দ মুগ্ধ। অনুষ্ঠান শেষে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী (খোকন)।