ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস ২০২২
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম গ্রাম বাংলার কৃষকের সংগ্রাম।
★!কৃষক বাবার আর্তনাত!★
কুয়াশা ভেজা সকাল বিকেল সন্ধ্যা
কৃষকরা গামছা হাতে নিয়ে করছে ধানের চাষ।
তাদের ফসল হাতে পেয়ে
মানুষ করছে আনন্দ উল্লাস।
এই শহরের ক্ষনিকের জন্য হাত
ধরা মানুষের অভাব হয় না!
অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত
দাঁড়িয়ে থাকা মানুষের।
রোদেলা দুপুরে কৃষকেরা
আহার করে ফসলের মাঠে।
গ্রামগঞ্জে কৃষকের পরিবারকে উজ্জ্বল করতে
সারাদিন খাটে।
সন্ধ্যা বেলায় গৃহে এসে
সন্তানের হাসোজ্জ্বল চেহারা দেখে,
কৃষক বাবার সারাদিনের কষ্টের অবসান ঘটে।
কৃষকের ফসলের উপার্জনে টাকা খরচ করে,
পরিবারের পড়াশোনা জন্ম হয়।
পড়াশোনার শেষে, সার্টিফিকেট হাতে নিয়ে,
এই অফিস সেই অফিস ঘুরেও চাকরি যখন না হয়।
গ্রামের কৃষক বাবার ফসলের মাঠে চাষাবাদে হাত ধরে অবহেলিত মধ্যবিত্ত হাজারো পরিবারের ছেলে মেয়ে।