1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে গণপরিবহনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ফুলপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ফুলপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ফুলপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন ফুলপুর থানার ওসি মো:আব্দুল হাদি দলের নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: মাজেদ বাবু তারাকান্দায় উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে ইফতার মাহফিল ঈশ্বরগঞ্জে ইউএনওর মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি

এ দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: মঞ্জুরুল হক

Reporter Name

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশে ন্যায়বিচার এবং ইসলামের আদর্শে পরিচালিত একটি সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অপরিসীম। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের মাঝে ন্যায়, ইনসাফ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলটির নেতা-কর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে সমাজের প্রতিটি স্তরে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর এবং জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান পৌর অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সকল দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আন্দোলন করে এই দেশ থেকে যেমন করে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, তেমনি ভাবে সবাই মিলে এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ এবং ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামের আদর্শে শাসন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, একটি সুস্থ, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য প্রয়োজন জনগণের মধ্যে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের প্রসার ঘটাতে হবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষা ও উন্নয়নের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশে সুষম উন্নয়ন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করে না, বরং দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় জামায়াতের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ন্যায়, ইনসাফ এবং মানবিক আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী এবং সুশাসিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ তানহার আলী, অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলমগীর কবীর, ইত্তেফাকুল উলামার ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয় হাসানুর রহমান সজিব। এছাড়াও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost