সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।।
সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বন্দরে নান্নু শপিং কম্পপ্লেক্সে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ রবিবার দুপুরে ব্যাংকটির এ শাখা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড জি কে এ এম মাকসুদ বিন হারুন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন জুয়েল ব্যাপারী, মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার,সুবিদখালী বাজারের
নান্নু শপিং কম্পপ্লেক্সের মালিক ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. শাহাবুদ্দীন নান্নু প্রমূখ।
এছাড়া ব্যাংকের শাখার ব্যবস্থাপক প্রদিপ কুমার পালসহ গ্রাহক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।