রবিউল হক বাবু, ফুলপুর প্রতিনিধি।। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকাদান বন্ধ করে দেওয়ার ঘোষণায় আজ শনিবারেও ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় যেন কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না।
সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করতে গিয়ে দেখা, গত কয়েক দিনে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে টিকাকেন্দ্র গুলোতে ঘটেছে অপ্রীতিকর নানান ঘটনা। আছে অব্যবস্থাপনার অভিযোগও।
‘সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে। কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না। সবাইকে টিকার আওতায় আসতে হবে। টিকা সম্পূর্ণ বিনামূল্যে। জানামতে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন এলাকার ওয়ার্ড ব্লগে যে সব বাসিন্দারা অন্তত ১ ডোজ টিকাও নেবে না, ১ মার্চ থেকে তাদের সেবা প্রদান বন্ধ করে দেবে ডিএনসিসি এমনই সুত্র পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় খবর পাওয়া গেছে।
‘সবাইকে টিকার আওতায় আসতে হবে। টিকা সম্পূর্ণ বিনামূল্যে। তাই ডিএনসিসি এলাকার যে সব বাসিন্দারা অন্তত ১ ডোজ টিকাও নেবে না, ১ মার্চ থেকে তাদের সেবা প্রদান বন্ধ করে দেবে ডিএনসিসি।’
সু প্রিয় ফুলপুর উপজেলা শাখার ১০ টি ইউনিয়ন নগরবাসীকে টিকা নিয়ে নিজেকে, পরিবারকে ও শহরকে সুরক্ষিত রাখার আহ্বান জানায় বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন( বি এস এফ)!
তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা দক্ষ কারিগরী অর্জনে ‘ট্রেড লাইন্সেসপ্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে অবশ্যই টিকা সনদ দেখাতে হবে।