এস.এম হোসেন আলীঃ প্রতিবারের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে ২১ শে জানুয়ারী ২০২২ ইং রোজ শুক্রবার ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন ২০২২ ইং সম্পন্ন হয়েছে। উক্ত প্রেসক্লাবে এবারের নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-
সহ-সভাপতি পদে-
আ স ম মঈন উদ্দিন-৪৪ ভোট
…সালিম হাসান-৩৬ ভোট
কোষাধ্যক্ষ –
জাহাঙ্গীর কবির জুয়েল-৩৩ ভোট
সাধারন সম্পাদক-
মোঃ বাবুল হোসেন-৫২ ভোট
যুগ্ন-সাধারন সম্পাদক-
আতাউর রহমান জুয়েল-৪৭ ভোট
ক্রীড়া সম্পাদক –
এম এ মোতালেব -৩৫ ভোট
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ আমিনুল ইসলাম-৩৪ ভোট
প্রচার ও প্রকাশনা সম্পাদক-
হোসাইন সাহিদ-৪২ ভোট
নাট্য ও প্রমোদ সম্পাদক-
এ্যাড.মামুন মাহফুজ -৩৫ ভোট
সদস্য পদে-
অমিত রায় -৪৪ ভোট
মোস্তাফিজুর রহমান-৪২ ভোট
এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা-৪১
নিয়ামুল কবির সজল-৪০ ভোট
এ্যাড.মোজাম্মেল হক-৩৯ ভোট
মীর গোলাম মোস্তফা -৩৬ ভোট ও
শেখ মহিউদ্দিন আহাম্মদ-৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উক্ত ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাচন -২০২২ ইং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং বিজয়ী সকল সাংবাদিকগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা,উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুগণ।