1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :

উলিপুরে তবকপুর রেলগেট প্রিমিয়ার লীগ ক্রিকেট (RPL-3) ২০২১ইং সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের আয়োজিত রেলগেট প্রিমিয়ার লীগ ক্রিকেট (RPL-3) ২০২১ইং এর সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন “রয়েল ক্রিকেট একাদশ রেলগেট তবকপুর” বনাম “হ্যাস ট্যাগ ক্রিকেট একাদশ তেতুল তলা উলিপুর”।

সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে,তবকপুর রেলগেট বাজার ইট ভাটা মাঠে সময় সন্ধ্যা ৭ : ০০ ঘটিকায় ও রাত ৯ : ০০ ঘটিকায়।আয়োজনে,সানবীম ক্রীড়া সংঘ,তবকপুর রেলগেট,উলিপুর কুড়িগ্রাম।

শুক্রবার (১৭ ডিসেম্বর ) উক্ত ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ সোহরাব আলী মোল্লা,যুব ও ক্রীড়া সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ উলিপুর, সাধারন সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা উলিপুর কুড়িগ্রাম।

এসময় প্রধান অতিথি বলেন, ১ম ও ২য় সেমিফাইনাল ম্যাচে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করায়।”আয়োজক কমিটির” সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,সেই সাথে অংশগ্রহণকারী সকল ক্রিকেট টিমের জন্য শুভ কামনা রইল।”শুভ কামনায়”মোঃ সোহরাব আলী মোল্লা,যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,উলিপুর উপজেলা শাখা,সাধারন সম্পাদক উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থা,সাবেক সাধারন সম্পাদক উলিপুর উপজেলা ছাত্রলীগ,উলিপুর কুড়িগ্রাম।

বিশেষ অতিথি মোছাঃ জোসনা বেগম”তবকপুর ইউনিয়নে সংরক্ষিত ৪,৫,৬ মেম্বার পদপ্রার্থী।এসময় উপস্থিত ছিলেন,সানবীম ক্রীড়া সংঘ তবকপুর আয়োজিত রেলগেট প্রিমিয়ার লীগ ক্রিকেট (RPL-3) ২০২১ইং,এর কমিটির সদস্য বৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost