নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে নারীরা ভোট দিচ্ছেন।সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।
নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম সংগ্রহ করছেন। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলটির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩শে ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬শে ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।
এদিকে সকাল থেকে কেন্দ্রো গুলিতে ভোটার উপস্থিত ছিল চোখ পড়ার মত। নারী ভোটার সংখ্যা ছিল বেশি।নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পর্ন করার লক্ষে কেন্দ্র পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মাঠে র্যাব, পুলিশ ও বিজিবি’র টহল চলছে।