মোঃ কাওছার হোসেন, বরিশাল সংবাদদাতাঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের শের-ই-বাংলা বাজারে নিরাপদ চিকিৎসা এন্ড ফার্মেসীর মালিক হাতুড়ে ডাক্তার পল্লী চিকিৎসক নিত্যানন্দ দাসের বিরুদ্ধে অহর অহর গর্ভপাতের ঔষধ বিক্রি ও তার ছেলে নবম শ্রেণির ছাত্রকে দিয়ে রোগীদের শরীরে স্যালাইন ও ইনজেকশন পুষ করার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পল্লী চিকিৎসক প্রভাবশালী নিত্যানন্দ দাস অহর অহর গর্ভপাতের ঔষধ বিক্রি করে থাকে এবং প্রায়ই তার ছেলেকে দিয়ে ফার্মেসী পরিচালনা করেন। এছাড়াও ডাক্তার না হয়েও রোগী দেখে প্রেসক্রিপশন দিয়ে থাকেন এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গোছাচ্ছে। সংবাদ পেয়ে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তাকে ওই ফার্মেসীতে পাওয়া যায়নি। তবে তার ছেলে নবম শ্রেণির ছাত্র এক রোগীর শরীরের স্যালাইন পুষ করার অবস্থায় পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন জনের কাছে প্রশ্ন করলে তার বিরুদ্ধে গর্ভপাতের ও ঘুমের ঔষধ বিক্রিসহ একাধিক অভিযোগ করে। অভিযুক্তকে ফোন করা হলে তিনি গর্ভপাতের ঔষধ বিক্রির কথা স্বীকার করে বলেন আমার বিরুদ্ধে সংবাদ লেখা হলে কোন সমস্যা নেই। বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন বলেন, পল্লী চিকিৎসকরা প্রেসক্রিপশন দিতে পারবেনা এবং গর্ভপাতের ঔষধ বিক্রি করতে পারবেনা। বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।