উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে।
জানা যায়, উপজেলার হারুয়া গ্রামের হাবিল খা এর পুত্র সোহাগ মিয়ার (২৮) স্ত্রী রিনা বেগম (২৪) কে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রিনা বেগম নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের দুলাল মিয়ার কন্যা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।