1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দলের নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: মাজেদ বাবু তারাকান্দায় উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে ইফতার মাহফিল ঈশ্বরগঞ্জে ইউএনওর মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি ঈশ্বরগঞ্জে ধর্ষ/ণ বিরোধী মানব/বন্ধন ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহ শম্ভুগঞ্জ প্রেসক্লাব কতৃক ইফতার মাহফিল ঈশ্বরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বালিখাঁ ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে ভাইটকান্দিতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন: প্রায় ২৫লক্ষ টাকার ক্ষতি

Reporter Name

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে আইসক্রিম ফ্যাক্টরির ১২টি ফ্রিজ ও আইসক্রিম তৈরির যাবতীয় উপকরণ এবং সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়া উচিৎ হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
উদয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক তাপস চন্দ্র শাহ জানান, প্রায় ছয় বছর ধরে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি করে বিক্রি করে আসছেন। প্রতিদিনের মতো রাতে ফ্যাক্টরির কাজ শেষ করে বাসায় চলে যান। পরে ভোরে খবর পান ফ্যাক্টরিতে আগুণ লেগেছে। এসে দেখেন ফ্যাক্টরিতে থাকা ১২ টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে আইসক্রিম ফ্যাক্টরি ঘেঁষে থাকা একটি মুদি দোকানের বড় গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে থাকা আংশিক মালামাল পুড়ে যায়। মুদি দোকানের গোডাউন মালিক মকবুল হোসেন বলেন, আমার গোডাউনের থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়ায় আজ আমার এমন ক্ষতি হয়েছে। এখন আমাকে কে ক্ষতিপূরণ দিবে। তিনি আরও বলেন, পাটবাজার ব্যবসায়ীদের দাবি এখান থেকে যেন ঝুকিপূর্ণ আইসক্রিম ফ্যাক্টরিটি সরিয়ে নেয়া হয়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাট বাজার এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এমন জায়গায় আগুনের ঘটনা খুবই উদ্বেগের বিষয়। অতএব বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost