মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে রবিবার (৯ এপ্রিল) ঈদ-উল-ফিতর উপলক্ষে সিএনজি মালিক, শ্রমিক ও চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করার লক্ষ্যে সাবধানে গাড়ি চালানো,
চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা,
অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবল থেকে যাত্রীদের এবং নিজেদের জানমালের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।