গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপন ও ঈদে আনন্দ ভাগাভাগি করে নিতে ঘর মুখো মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করণে কোতোয়ালী মডেল থানার বিশেষ পুলিশ টহল। যানজট নিরসন, ঘর মুখো মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করণ, ছিনতাইকারী , চুরি, ডাকাতিসহ মলম পার্টি ছাড়াও বিভিন্ন বিষয়াদির দিকে লক্ষ্য রেখে এ টহল জোরদার করা হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) তারিখ রাতে ময়মনসিংহ নগরীর ব্রীজ মোর, চর পাড়া মোর, গাঙ্গিনারপার, দিঘারকান্দা বাইপাস মোড় ও রহমতপুর বাইপাসসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ টহল জোরদার।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশে ঈদে ঘর মুখো মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করণ ও যানজট নিরসনে কোতোয়ালী মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ টহল চলমান থাকবে। এ বিষয়ে দিঘারকান্দা ঢাকা বাইপাস রোডে যাত্রীদের কাছ থেকে জানা যায়, শাহ্ কামাল একজন মানবিক ওসি। ওসি হলে এমনি হওয়া উচিৎ। আজ সারা দেশে এরকম ওসি হলে আমাদের দেশ আরো সুন্দর হতো। রাতে নিজের অফিস ও ফ্যামিলি রেখে আমাদের কথা চিন্তা করে তিনি নিজে উপস্থিত থেকে আমাদের নিরাপত্তা দিয়ে আসছেন। এটি অবশ্যই মানবিক কাজ। আমরা ক’জন সংবাদকর্মী বাইপাস হয়ে শিকারীকান্দা যাওয়ার সময় আমাদের ক্যামেরায় ধরা পড়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ কিভাবে ঈদে ঘর মুখো মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করণে ও যানজট নিরসনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এক কথায় মানবাতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।