পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল পাবে ২,৬০০ পরিবার পাবেন বলে জানান ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার ।
ঈদের আগেই ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচি দেওয়া হবে ।
ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি চাল দেয়া হবে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এমন ব্যক্তি বা পরিবারকে দুঃস্থ বলে গণ্য করে সহায়তা দিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে রয়েছে— যাদের ভিটে বাড়ি ছাড়া কোনো জমি নেই; যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল; যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল;যে পরিবারের প্রধান অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী; যে পরিবার কোনো ক্ষু্দ্র ঋণ পায়নি; যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে; এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার পায় না।একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।