মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ের হাজীদের নিয়ে ব্যবসা করে না-তাদের সেবা দিয়ে থাকে। ২০২৫ সালে যে হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেজ চালু করতে যাচ্ছি। ২৯ অক্টোবর মঙ্গলবার ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণরত ১১৬৩তম দলের ঈমামদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমেদ এর সঞ্চালনায় ইমাম প্রতিনিধিদের পক্ষে মাওঃ মোঃ আব্দুল মোত্তালেব শুভেচ্ছা বক্তব্য রাখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আনিসুর রহমান। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন আরও বলেন, ইমাম সাহেবরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদক সহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ইমাম সাহেবরা সামাজিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত হয়ে ইমাম সাহেবরা যথেষ্টে ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, মনুষের অন্তরের রোগ নির্মুল করতে যেমন ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তেমনি হিংসা, লোভ, দুর করতে ধর্মীয় অনুশাসনের প্রয়োজন রয়েছে। ইসলাম যে শান্তির ধর্ম তা সাধারণ মানুষের মাঝে প্রচার করার দায়িত্ব ইমাম সাহেবদের। বর্তমানে ইমাম ওলামাদের সহযোগিতায় ইসলামি নিয়ম-নীতি বোঝায় রেখে বিনা বাধায় সবাই ধর্ম পালন করছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান করা হচ্ছে। ইমামদের উন্নয়নে আমরা “ইমাম” নামের মিনারেল ওয়াটার এর একটি প্রজেকক্ট শুরু করতে যাচ্ছি। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেনমোঃ আজাদ কামাল রনি।