ইচ্ছে করে আকাশ হয়ে
বৃষ্টি দেব রোজ,
ইচ্ছে করে মুজিব হয়ে
নেব সবার খোঁজ
ইচ্ছে করে পাখি হয়ে
গাইবো ডালে গান,
ইচ্ছে করে চাষা হয়ে
ফলাই মাঠে ধান।
ইচ্ছে করে বাবা হয়ে
করব তোমায় শাসন,
ইচ্ছে করে মাতা হয়ে
শুনাবো আজ ভাষণ।
ইচ্ছে করে মৎস্য হয়ে
জলে সাঁতার কাটি
ইচ্ছে করে গাছ হয়ে
কি উপকার মাটি।
ইচ্ছে করে পন্ডিত হয়ে
দেব তোমায় শিক্ষা
ইচ্ছে করে ভিক্ষুক হয়ে
করি জ্ঞান ভিক্ষা।
ইচ্ছে করে রাজা হয়ে
যুদ্ধ করি শেষ,,
ইচ্ছে করে মুজিব হয়ে
রক্ষা করি দেশ।