বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের সকল প্রতিদ্বন্ধি প্রার্থীদেরকে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বস এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো.রাফিউদ্দিন জোবায়ের,২৫ বিজিবি’র সহকারি পরিচালক মো.রফিকুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও ভিডিপি কমান্ডডেন্ট আব্দুল্লা আল হাদী,জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান,আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আজাদ রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ছাইফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ রাফি হোসেন,উপজেলা কৃষি অফিসার নয়ন কুমার সাহা,আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক আল মামুন সহ আরও অনেকে।
এ অনুষ্ঠানে অতিথিগণের বক্তৃতায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন,পুলিশ সুপার আনিসুর রহমান ও ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো.রাফিউদ্দিন জোবায়ের বলেন,ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। প্রার্থীরা অঙ্গীকার করেছেন তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেবেন। নির্বাচনের আগে ও পরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।