বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহান বিজয়ের সুর্বণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ ক্রিকেট একাডেমির ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিম ১৯৭১-কে ৩ ইউকেটে পরাজিত করে বিজয়ী হয়েছেন ১৯৫২ টিম। সোমবার বিকেলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড-মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলার সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ।অনুষ্ঠানে আশুগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি সাংবাদিক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন শিকদার,উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনামুল হক,আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন,রহমান ইঞ্জিনিয়ার এন্ড কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আসাদুর রহমান,আশুগঞ্জ সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যাল এর সেকশন অফিসার মো.সালাহ উদ্দিনসহ বিশেষ ব্যাক্তিবর্গ ও কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ আশুগঞ্জ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে অতিথিগণকে সংবর্ধনা ও খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন। সিরিজের সার্বিক পরিচালনায় ছিলেন আশুগঞ্জের ক্রিকেট একাডেমি প্রধান কোচ জানে ইসলাম জালাল,জেহাদুল ইসলাম রাকিব ও ফয়সাল মাহমুদ।