বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: আশুগঞ্জের চরচারতলায় মরহুম আতাউর রহমান কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চরচারতলায় মরহুম আতাউর রহমানের নিজ বাড়িতে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শেউলী আজাদ)।
সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও মরহুম আতাউর রহমান কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ডাঃ ফাইজুর রহমান ফয়েজের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি,আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান, ওসি তদন্ত সুজন পাল, আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এড্যাঃ তাসলিমা সুলতানা নিশাদ, অর্থ সম্পাদক আনার কলি, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনসহ আশুগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে মরহুম আতাউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ কাজী মহিউদ্দিন মোল্লা।