বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। পুলিশের অভিযানে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপ্রিয় করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনায় আশুগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে নেমেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনায় চর চারতলা ইউনিয়নের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করছে আশুগঞ্জ থানা পুলিশ।
আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো.আজাদ রহমান জানান,নির্বাচনের সহিংসাতা বন্ধের জন্য পুলিশ সব ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের কয়েকটি বাড়ি থেকে চাইনিজ কুরাল,চাপাতি,দা,টেটা,বল্লম,এককাইট্টা হেলমেট সহ প্রায় ২শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।