বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা এলাকায় ট্রাকচাপায় অন্তরমণি (০৯) নামের এক মেয়েশিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে আশুগঞ্জ তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মণি নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। এই ঘটনায় নিহতের খালাসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ থেকে তালশহরের দিকে যাচ্ছিল। এ সময় তল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে মণি রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকচালক ইকবাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজাদ রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।