বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে চিত্রাংকন,রচনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মো.কবির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো.নজরুল ইসলাম,আবুল বাশার,মো.আরমান মিয়া,মো.রবিউল্লা,মো.শফিকুল ইসরাম,মো. মোজাম্মেল হক জালালী,আবিদা সুলতানা প্রমুখ,আরও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।
এসময় চিত্রাংকন,রচনা,প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল মুসলিম উম্মাহ আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন আলহাজ অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা।