বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নূরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিতে নিয়োজিত শ্রমিক কর্মচারিদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল শিক্ষা দানের জন্য আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তায় সোমবার দুপুরে সরাসরি একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৯ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল।নূরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা আলহাজ জহিরুল হক,আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী সুলতান মাহমুদ,সহকারী প্রকৌশলী জাফর আহমেদ,মাইনুল ইসলাম বাবু অংশ নেন। মহড়া শেষে স্টেশন অফিসার মিজানুর রহমান উপস্থিত সকলকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শিক্ষা দেন।নূরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা আলহাজ জহিরুল হক,জানান অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক,সকল অংশগ্রহণকারী এবং ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান জানান,ফায়ার সার্ভিসের সহায়তায় ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে এই ধরনের মহড়া অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।