পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে আপত্তিকর ভিডিও স্ক্যান্ডেল ছড়ানো হুমকি দিয়ে পণ দাবী করায় এক কিশোরী আত্মহনন করেছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় নওমালা গ্রামের যুগি বাড়ীতে এ ঘটনা ঘটার পর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী মৃধার কন্যা সাথী আক্তার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী স্থানীয় একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিস ক্যাবল কর্মী আক্কাস (২২) এর সাথে প্রেম-প্রণয়ে জড়িয়ে পরে। প্রণয়ের সূত্রধরে হানিফ তালুকদারের ছেলে আক্কাস তালুকদার অবৈধ মেলামেশার ভিডিও মুঠোফোনে ধারণ করে। ওই ভিডিও তার ঘনিষ্ঠ বন্ধু আঃ রব মৃধার ছেলে পারভেজ মৃধার কাছে সংরক্ষণে রাখে আক্কাস। গতকাল রবিবার আপত্তিকর ভিডিও স্ক্যান্ডল জিম্মি করে পারভেজ মৃধা ওই কিশোরীর ভাই রনি মৃধার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করলে, কিশোরী পরিবারের তোপের মুখে পরে। ঘটনার পর দিশেহারা কিশোরী নিজ ঘরের টিনের চালার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহনন করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, ঘটনা জানতে পেরে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।